দুদকের পরিচালক পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সন্তান মোশাররফ হোসেইন মৃধা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৯-০৮ ১৪:৫৮:৫৪

image

পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশন(দুদক) এর পরিচালক হলেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সন্তান মোঃ মোশাররফ হোসেইন মৃধা। 
  গতকাল ৮ই সেপ্টেম্বর দুদকের সচিব মোঃ মাহবুব হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। 
  পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মোশাররফ হোসেইন মৃধা এতদিন দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে দুদকের প্রধান কার্যালয়েই বহাল রাখা হয়েছে। 
  মহাদেবপুর গ্রামের মৃত করম আলী মৃধার ছেলে মোঃ মোশাররফ হোসেইন মৃধা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর পরিদর্শক পদে দুদকে যোগদান করেন। পরবর্তীতে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে পরিচালক হলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। 
   উল্লেখ্য, গতকাল ৮ই সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে দুদকের ১৬১ জন কর্মকতাকে একযোগে পদোন্নতি দেয়া হয়েছে। তার মধ্যে ৩জন পরিচালক থেকে মহাপরিচালক পদে, ৬ জন উপ-পরিচালক থেকে পরিচালক পদে এবং ৮জন সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com