বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২২-০৯-১২ ১৪:০৮:৪৪

image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
   বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার প্রমুখ বক্তব্য রাখেন।
   উল্লেখ্য, মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক আবু কায়সার খান ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন। এরপর ইসলামপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com