রাজবাড়ীর কালুখালী উপজেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র নবনিযুক্ত সদস্যদের মৌলিক প্রশিক্ষণ চলছে।
গত ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১০ কর্মদিবসের এই প্রশিক্ষণ আগামী ১৫ই সেপ্টেম্বর সমাপ্ত হবে। এরই অংশ হিসেবে গত ১১ই সেপ্টেম্বর কালিকাপুর ইউনিয়নের ৬৪ জন নবনিযুক্ত ভিডিপি সদস্যের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালিকাপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে কালুখালী থানার ওসি নাজমুল হাসান নবনিযুক্ত ভিডিপি সদস্যদের গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যম, গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে জনসাধারণের ভূমিকা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেন। এ সময় কালুখালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুনির হোসেন ও প্রশিক্ষক মানিক মিয়া উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com