জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন নিয়ে পাংশায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত আরুজ

শামীম হোসেন || ২০২২-০৯-১৩ ১৪:৫৩:৪৬

image

রাজবাড়ী জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকালে নিজ এলাকা পাংশায় ফিরে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন একেএম শফিকুল মোরশেদ আরুজ। এ সময় তিনি তাকে দলীয় মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com