গোয়ালন্দের মরা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

মইনুল হক মৃধা || ২০২২-০৯-১৪ ১৪:৫২:৪১

image

অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুপুর এলাকায় মরা পদ্মা নদী থেকে অবৈধ বালু বন্ধ করেছে প্রশাসন। 
   গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজারের মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় বালু দিয়ে, আঘাত করে ও দা দিয়ে কুপিয়ে ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
   এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ জন্য অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের সাথে সংশ্লিষ্টদের তালিকা হচ্ছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com