বালিয়াকান্দির দুর্গা পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

তনু সিকদার সবুজ || ২০২২-০৯-১৭ ১৪:৪৫:২৮

image

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার দুর্গা পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার রায়, রায়পুর মহামায়া সংঘের সভাপতি সুবোধ মৈত্র প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দুর্গা পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
   উল্লেখ্য, এ বছর বালিয়াকান্দি উপজেলার ১৫৩টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com