রাজবাড়ীতে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৮ই সেপ্টেম্বর সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, জেলা শাখার সহ-সভাপতি আবু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, রাজবাড়ী পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এর আগে আলোচনা সভার পূর্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com