রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর দেড় লাখ টাকা জরিমানা

মীর সামসুজ্জামান || ২০২২-০৯-১৮ ১৪:৫৯:৩৬

image

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ফিরোজ উদ্দিন বিশ্বাস (৪০)কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
   গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা হওয়া ফিরোজ উদ্দিন বিশ্বাস সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দীপক কুমার কুন্ডুর বালুর ব্যবসার ম্যানেজার। অভিযানকালে ফিরোজ উদ্দিন বিশ্বাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় দেড় লক্ষ টাকা জরিমানার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com