পরিবেশ দূষণকারী ইট ভাটা বন্ধের দাবীতে বালিয়াকান্দিতে মানববন্ধন

তনু সিকদার সবুজ || ২০২২-০৯-১৯ ১৪:১৩:৩৭

image

পরিবেশ দূষণকারী ইট ভাটা বন্ধের দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে মানববন্ধন পালিত হয়েছে। 

   গতকাল ১৯শে সেপ্টেম্বর সকালে বারমল্লিকা গ্রামের রাবেয়া ব্রিকস নামক ইট ভাটার সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ইমান আলী মন্ডল, আব্দুর রহিম মন্ডল, নজরুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, ইট ভাটাটির কারণে তিন ফসলী জমি নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে, রাস্তা নষ্ট হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে। এ জন্য চুক্তিতে ইট ভাটার কাছে লীজ দেয়া জমির মালিকদের জমি ফেরত দিয়ে ভাটাটি অপসারণ করতে হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com