ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ের লাজ ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। এছাড়াও তাদেরকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা অন্য কোনো পণ্য বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
উল্লেখ্য, ওষুধের দোকান পরিচালনার ক্ষেত্রে ‘লাজ ফার্মা’ দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড। দেশের বিভিন্ন স্থানে তাদের শাখা রয়েছে। কয়েক মাস পূর্বে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে লাজ ফার্মার শাখা দোকানটি খোলা হয়। সুবিধাজনক স্থানে অবস্থান, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত, ক্রেতাকে কম্পিউটারে প্রিন্ট করা রিসিট দেয়া, ইউনিফর্মধারী স্মার্ট সেলস ম্যান ও কর্পোরেট কালচারের পাশাপাশি সুপরিসর দোকানটিতে বিপুল পরিমাণ ওষুধের সম্ভারসহ বিভিন্ন ভোগ্য পণ্য (মোড়কজাত চাল, ডাল, তেল, সাবান, শ্যাম্পু, স্নো-পাউডার, প্রসাধনী সামগ্রী, বেকারী পণ্য ইত্যাদি) এক ছাদের নীচে পাওয়া যাওয়ায় বলে অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে ধরা খেয়ে জরিমানা দেয়ায় প্রতিষ্ঠানটির উপর থেকে সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমে গেল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com