রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবা নিয়ে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন সংস্থার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক জুলফিকার আলী, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, পতিতাপল্লীর যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রামানিক, নুরুল ইসলাম, এনজিও পায়াক্টের ডিআইসি ম্যানেজার মজিবর রহমান খান জুয়েল, ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, ফিল্ড অ্যানিমেটর শরীফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com