রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ গতকাল ২১শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর, বরাট, বসন্তপুর ও খানগঞ্জ ইউপিতে গণসংযোগ করেন। সকাল ১১টার দিকে খানখানাপুর ইউপিতে গণসংযোগ শুরু করে পর্যায়ক্রমে বরাট, বসন্তপুর ও সর্বশেষ খানগঞ্জ ইউপিতে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে মতবিনিময় সভা করেন তিনি।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর খানগঞ্জ ইউপিতে অনুষ্ঠিত মতবিনময় সভায় সভাপতিত্ব করেন খানগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহান। মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা পৌরসভার সাবেক মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউপির চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, রাজবাড়ী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য সালাম মন্ডল, খানগঞ্জ ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম মিঠু ও খানগঞ্জ ইউপির মেম্বারগণ বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গতঃ গত ১৫ই সেপ্টেম্বর থেকে গতকাল ২১শে সেপ্টেম্বর পর্যন্ত ১টি পৌরসভা ও ২৫টি ইউপিতে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ। গণসংযোগের ফলে তার বিজয়ের প্রত্যাশা জোড়ালো হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com