সোলার মিনি গ্রিড হতে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২২-০৯-২১ ১৫:২৩:৪৬

image

সোলার মিনি গ্রিড হতে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

   বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আয়োজনে গত ১৯শে সেপ্টেম্বর রাজধানী ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য শাখার অতিরিক্ত সচিব মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, যুগ্ম-সচিব নিরোধ সি মন্ডল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাঃ সেলিম উদ্দিন, সোলার মিনি গ্রিড এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী ডি এম মজিবর রহমান, ইডকলের ইডি এন্ড সিইও আলমগীর মোর্শেদ এবং স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে দেশের ১৯টি অঞ্চলে আরইবি, ৩টি অঞ্চলে পিডিবি, ৩টি অঞ্চলে ওজোপাডিকো এবং ১ টি অঞ্চলে নেসকো মোট ২৬ টি এসএমজি এই চারটি সরকারি বিদ্যুৎ সেবা সংস্থার আওতাধীন হওয়ায় দীর্ঘ প্রায় ৩বছর যাবৎ মিনিগ্রীড এলাকায় সরকারি বিদ্যুৎ সরবরাহের কারণে সোলার মিনিগ্রীডের উৎপাদিত বিদ্যুতের অপচয় রোধ ও মূল্যহার নির্ণয়ে নানাবিধ জটিলতা নিরসনে বিভিন্ন কমিটির মতামত যাচাই-বাছাই, পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে উদ্যোক্তাদের সাথে ইউটিলিটি সংস্থাগুলোর আনুষ্ঠানিকতায় পিপিএ চুক্তি স্বাক্ষরিত হয়।

   অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান সৌর বিদ্যুতের উন্নয়নে সোলার গ্রিড, সোলার পার্ক ও রূফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে দেশকে নবায়নযোগ্য শক্তিতে সমৃদ্ধকরণের উদ্দেশ্যে বেসরকারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com