গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ

আবুল হোসেন || ২০২২-০৯-২৩ ১৫:৩২:৩০

image

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
   ব্যাংকের গোয়ালন্দ শাখার আয়োজনে গতকাল ২৩শে সেপ্টেম্বর সকাল ৭টায় কামরুল ইসলাম কলেজের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন ব্যাংকের কর্মকর্তারা। খেলাটি ২-২ গোলে ড্র হয়। ব্যাংকের গোয়ালন্দ শাখার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। লাল দলের নেতৃত্ব দেন ব্যাংকের গোয়ালন্দ শাখার ম্যানেজার ইমরান খান। দলের অপর খেলোয়াড়রা হলেন-নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখার ম্যানেজার নুর-এ-এলাহী, গোয়ালন্দ শাখার লোন ম্যানেজমেন্ট অফিসার আব্দুল বারী, কাস্টমার সার্ভিস ম্যানেজার আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শাখার মার্কেটিং অফিসার জহুরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপ-শাখার টিএসও নাফিউল ইসলাম। সবুজ দলের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মাসুম বিল্লাহ। দলের অপর খেলোয়াড়রা হলেন-চাঁপাইনবাবগঞ্জ শাখার ক্রেডিট ম্যানেজমেন্ট অফিসার  আসাদুজ্জামান আল ফারুক, কাস্টমার সার্ভিস ম্যানেজার সোহেল রানা, চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী উপ-শাখার ইনচার্জ শাকিল জিবরান, গোয়ালন্দ শাখার কাস্টমার সার্ভিস অফিসার মোঃ সাদাকুল্লা, ঢাকার আইআইএস কনসালটেন্ট বিডি লিঃ এর ম্যানেজার গোলাম মাওলা এবং চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা আজিম খান। গোল ৪টি করেন সবুজ দলের হয়ে মাসুম বিল্লাহ ও গোলাম মওলা এবং লাল দলের নুর-এ-এলাহী ও আঃ বারী। খেলা পরিচালনা করেন শামীম শেখ ও রেজাউল মুন্সি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com