মীনা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রাণী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com