রাজবাড়ীতে আরো ৭৪ জনের করোনা শনাক্ত॥জেলায় মোট আক্রান্ত ১৮১৯জন

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-১৩ ১৫:০৪:৪৫

image

রাজবাড়ী জেলায় আরও ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১হাজার ৮১৯ জন।          
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ১৩ই আগস্ট জেলার আরও ১৫৮ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১০ই আগস্ট নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ৭৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 
  নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৫ জন, পাংশা উপজেলার ১৯ জন, কালুখালী উপজেলার ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৭ জন রয়েছেন। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৭ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৭ হাজার ৭৫১ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৭৩ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৬৯ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৬ জন মারা গেছেন। এছাড়া ২৬ জন হাসপাতালে ভর্তি এবং ৭৩৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  উল্লেখ্য, গতকাল ১৩ই আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-  রাজবাড়ী সদর উপজেলার মেহেদী(২৮), হাসিবুল(১৮), মোহাম্মদ হোসেন(৭০), আব্দুর রহমান(৫৬), মাহবুবা(৪৬), তন্বি(২৬), আসিফ হাসান(২২), তাহমিনা খন্দকার(৪৭), মাজেদ(৭৩), আরমান আলী(৬৩), এম.এম শিহাব(৩০), সোহাগ(৩০), মোঃ সাতিকুল(৩৮), সৈয়দ মাহাদী মাসুদ(৩০), মোঃ জাহিদুল ইসলাম(২৮), আতাহার হোসেন(৫১), ইরা আক্তার(২১), সাধনা সুলতানা(৬২), শিল্পী(৩৬), মনোয়ার হোসেন(৩০), নাজমুল হাসান(৩৮), শাহেরা(৫০), রোখসানা(৩২), আব্দুল্লাহ আল মামুন(২৮), মোঃ রাসেল সরদার(৪০), তোমছেল মোল্লা(৮০), মোঃ সিরাজুল ইসলাম(৭৯), জহিরুল(২৬), কাজী রবিউল হক(৪৪), রশিদ(৫৫), মাকসুদুর রহমান(৫০), মঞ্জুরা মোস্তফা, হোসনে আরা(৬০), মোস্তাকিম রশিদ(১০), মোঃ কামাল হোসেন(৪৮), এস.এম মিজানুর রহমান(৪৫), খাইরুল ইসলাম(৫২), মিম(১৫), রাণী বেগম(৫৬), মাহি(১৩), কাজী হাবীবা খাতুন(৬৫), ডাঃ মিজনা মোস্তফা(৩০), মাধুর্য(৭), নাসরিন আক্তার(২৮), মঞ্জুষা মোস্তফা(৪৮), বালিয়াকান্দি উপজেলার রনি সুলতানা(৬১), মোঃ ফারুকুজ্জামান(৬৫), পাংশা উপজেলার লিমা খাতুন(২৪), রেবেকা খাতুন(৫০), আজমল হোসেন(৪০), রাহুল, আকবর আলী(৬০), আব্দুল্লাহ আল মামুন(৩৬), মোঃ আশরাফ হোসেন(৩১), মনোয়ারা(৬৯), ফজলুর রহমান(৬২), রবীন সাহা, সুজন হোসেন(২৭), সুকুমার সাহা(৫৭), সালমা(৪২), মোমেনা(৩০), তারান্নুম(১২), ইমরুল(২৫), জহির(৫৭), শাহনাজ(৪০), নাসির(১৮), গোয়ালন্দ উপজেলার ফিরোজা বেগম(৫৮), রিজিয়া খাতুন(২৪), মহিউদ্দিন শেখ(২১), তৃপ্তি রাণী রায়(৪০), ওয়াহিদুজ্জামান খান(৩০), জামাল মৃধা(৫৫), শাহেদা(৪৮), কালুখালী উপজেলার আরিফুল ইসলাম(৪২), হাসিনা(৪০), আশরাফুল আলম(৩৬)। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com