দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ডুবো চরে একটি ফেরী ৪ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার হয়েছে।
গতকাল ২৫শে সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পাটুরিয়া থেকে যানবহন নিয়ে দৌলতদিয়া ঘাটে আসার পথে খানজাহান আলী নামের ফেরীটি মাঝ নদীর ডুবো চরে আটকা পড়ে। এতে ফেরীর যাত্রীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, নদীর পানি কমে যাওয়ায় মাঝ নদীতে অনেক ডুবো চর পড়েছে। ফেরীর মাস্টার (চালক) ডুবো চর দেখতে না পাওয়ার কারণে ফেরীটি আটকা পড়ে। পরে উদ্ধারকারী জাহাজ আইটি-৯৪ ঘটনাস্থলে গিয়ে ফেরীটিকে উদ্ধার করে।
ফেরীতে আটকে পড়া ঢাকা থেকে আসা সাউদিয়া পরিবহনের যাত্রী আব্দুল আলিম বলেন, দীর্ঘ সময় ডুবো চরে ফেরীর মধ্যে আটকে থাকার সময় মহিলা-শিশুসহ সবার মধ্যে আতংকের সৃষ্টি হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com