রাজবাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদুজ্জামান নুর || ২০২২-০৯-২৬ ১৫:০১:৪২

image

রাজবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

   এ উপলক্ষ্যে সংগঠনের জেলা শাখার আয়োজনে গতকাল ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শাখার আহ্বায়ক ফজলুল হক আবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, প্রধান আলোচক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিটন আক্তার পলাশ, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব সামসুল আরেফিন চৌধুরী, বেলগাছির আরশি নগর লালন সংঘের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক হাসিনা ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন সরদার ও সালমা পারভীন সিদ্দিকী। আলোচনা সভার শেষে কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com