পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্র-ককটেলসহ ৪জন গ্রেফতার

মোক্তার হোসেন || ২০২২-০৯-২৬ ১৫:০৫:১৭

image

রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ গত ২৫শে সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ককটেলসহ ৪জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। 

 গ্রেফতারকৃত দুর্বৃত্তরা হলো- হাবাসপুর মাঠপাড়া গ্রামের সোহরাব মন্ডলের ছেলে রুবেল হোসেন (১৯), একই গ্রামের জিয়ারুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২০), ফজলুল শেখের ছেলে খোকন শেখ ও মৃত আকবর মন্ডলের ছেলে সিরাজুল মন্ডল। তারা এলাকায় চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। পুলিশ তাদের নিকট থেকে ১টি স্টেইনগানের ন্যায় দেশীয় তৈরী পাইপগান, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো রামদা ও ৪টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করেছে।

   জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সঙ্গীয় এসআই মোঃ মিজানুর রহমান, এসআই তারিকুল ইসলাম, এসআই দীপঙ্কর কুন্ডু ও এএসআই মোঃ জাহিদুল ইসলামসহ পুলিশের একটিদল রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে প্রথমে ধারালো ছোরা, রামদা ও ককটেলসহ রুবেল, রাজিব ও খোকনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে রাত ১২টা ২৫ মিনিটের সময় সিরাজুল ইসলামের বাড়ীর একটি পরিত্যাক্ত ঘর থেকে পাইপগানসহ সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গতকাল ২৬শে সেপ্টেম্বর পাংশা থানার এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে রুবেল, রাজিব, খোকন শেখ ও সিরাজুল ইসলামকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। মামলা নং ২১, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) এবং মামলা নং ২২, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬।

 পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ধৃত আসামীরা সঙ্গবদ্ধ হয়ে চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। রবিবার দিবাগত রাতে তারা অপরাধমূলক কাজের জন্য সঙ্গবদ্ধ হয়। কিন্তু পুলিশ খবর পেয়ে তাদের আটক করে উল্লেখিত অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার করে। ধৃত রুবেল ও রাজিব আপন চাচাতো ভাই।

উল্লেখ্য, এর আগে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান উপজেলার দক্ষিণাঞ্চল থেকে একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করেন। অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সাফল্য অর্জন করায় এসআই মোঃ মিজানুর রহমান ঢাকা বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন বলে জানা গেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com