রাজবাড়ীর গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

আসাদুজ্জামান নুর || ২০২২-০৯-২৭ ১৮:৩১:৪৪

image

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। 
   পুলিশের জরুরী সেবার নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকালে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ অজ্ঞাতনামা নারীর হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। এরপর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগের দিন ২৬শে সেপ্টেম্বর পার্শ্ববর্তী লক্ষ্মীকোল এলাকা থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছিল দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ।
   রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় ২টি অপমৃত্যু দায়ের করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com