রাজবাড়ী সদরের চন্দনীর বাবুপুরে নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৯-২৮ ১৫:৫১:৪৪

image

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
   এ উপলক্ষ্যে গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে চন্দনী ইউনিয়নের বাবুপুর গ্রামের হালিম মার্কেটের প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক আজমের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য সম্পাদক মিলন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
   অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এনামুল হক আজম তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে আবারও নির্বাচিত করতে হবে। তিনি চন্দনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসীকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার অনুরোধ জানান।    

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com