বাম হাত দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে গোয়ালন্দের ফেরদৌসী আক্তার

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-০৯-২৮ ১৫:৫২:১৭

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র মুদী দোকানী ফারুক মোল্লার মেয়ে ফেরদৌসী আক্তার (১৭)। ৮ বছর আছে দুর্ঘটনায় ডান হাত কাটা গেলেও দমে যায়নি সে। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের ছাত্রী ফেরদৌসী আক্তার এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
   তার পরীক্ষা কেন্দ্র পড়েছে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে। ডান হাত না থাকলেও সে অন্য পরীক্ষার্থীদের সাথে সমানতালে পরীক্ষা দিচ্ছে। আশা করছে ভালো ফলাফল করার। 
   ফেরদৌসী আক্তার জানায়, তার বাবা তাদের বাড়ীর সামনে ছোট্ট একটি মুদী দোকান করে। তারপরও সে তাদের ৩ ভাই-বোনকে লেখাপড়া করাচ্ছে। ২০১৪ সালে পাওয়ার টিলারের ফিতার মধ্যে হাত আটকে তার ডান হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া গত কয়েক বছর ধরে সে ডায়াবেটিসে আক্রান্ত। এ জন্য নিয়মিন ইনসুলিন নিতে হয়। ১৩ বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা যায়। তখন সে খুব ছোট। তখন থেকে তার দাদী তাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। তার ইচ্ছা শিক্ষক হওয়ার। এ জন্য যেকোনো ধরনের কষ্ট করতে সে রাজী আছে।
   গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ফেরদৌসী অনেক সংগ্রামী ও মেধাবী একটি মেয়ে। আমরা স্কুল থেকে তাকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছি। আশা করছি সে ভালোভাবেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে। সহযোগিতা পেলে সে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
   গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মিজানুর রহমান বলেন, ফেরদৌসী আক্তারের স্কুল হতে বোর্ডে আবেদন করলে হয়তো তাকে পরীক্ষায় বাড়তি সময় দেয়া যেত। তারপরও ফেরদৌসী অনেক ভালো পরীক্ষা দিচ্ছে। তার জন্য আমার শুভ কামনা রইলো।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com