রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ১৩ই আগস্ট দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট থেকে লোকোব্রীজগামী সড়কের পাশের একটি মেহগনী বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকার জসিম ইসলামের ছেলে রবিন ইসলাম(১৮) ও ধুঞ্চি মাইছ্যাঘাটা এলাকার আফজাল সর্দারের ছেলে সজল সর্দার(২১)। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছোরা (চাকু) ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তার নেতৃত্বে রাত্রীকালীন টহল ডিউটি চলাকালে ওই এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় পৌর কাউন্সিলরসহ এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com