রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে, যার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
গত ১৩ই আগস্ট রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি টিম ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় জেলা সদরের চর বরাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই জালসহ ১জনকে আটক করা হয়। পরে আটককৃত জাল উড়াকান্দা বাজার এলাকায় নদীর পাড়ে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং আটককৃত ব্যক্তিকে রাজবাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com