বালিয়াকান্দিতে বজ্রপাত রোধে তাল বীজ রোপণ উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২২-০৯-৩০ ১৭:০৩:৫৯

image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাত রোধে তাল বীজ রোপণের কার্যক্রম শুরু করেছে ‘ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতি’ নামের একটি সংগঠন।
   গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে বহরপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই তাল বীজ রোপণের কার্যক্রম উদ্বোধনকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল বারিক বিশ্বাস, সৈয়দ মইনুল হক ইমরান, প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, উপ-দপ্তর সম্পাদক আসিফ আল মাহমুদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ রাসেল, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাল বীজ রোপণে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com