রাজবাড়ীর বসন্তপুর সবুজ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আসাদুজ্জামান নুর || ২০২২-১০-০১ ১৪:৩০:০০

image

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে স্থানীয় সবুজ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
   গতকাল ১লা অক্টোবর বিকালে বসন্তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সবুজ সংঘ দল ট্রাইব্রেকারে ২-০ গোলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের গোলরক্ষক উজ্জ্বল ম্যান অব দ্যা নির্বাচিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। 
   খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সবাজসেবক এসইবিএল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ডি.এম মজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, অন্যান্য অতিথিদের মধ্যে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, স্থানীয় ক্রীড়া সংগঠক সেকেন্দার আলী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আইয়ুব আলী ফকির, যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু মিয়া, দেওয়ান জাকির হোসেন, জাফর আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। 
   পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডি.এম মজিবর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। শরীর ও মন ভালো রাখে। এ জন্য এলাকার ছোট ছোট যে মাঠগুলো রয়েছে তাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, রাজবাড়ীতে একটি ইপিজেড স্থাপনের প্রস্তাব দেয়ার জন্য রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে অনুরোধ জানিয়েছি। ইপিজেড হলে রপ্তানীমুখী অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com