আগামী ৬ই অক্টোবর অনুষ্ঠিতব্য জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা অক্টোবর দুপুরে অনুষ্ঠিত এই সভায় মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনের সভাপতিত্বে ও ইউপির ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক নজরুল ইসলাম, মৃগী শহীদ দিয়ানত কলেজের সহকারী অধ্যাপক কে.এম মনিরুল আনোয়ার, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ রিপন বিশ্বাস, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ যথাসময়ে নির্ভুলভাবে জন্ম-মৃত্যু নিবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com