আগামী ৭ই অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকায় জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত গোয়ালন্দ উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ৩রা অক্টোবর দুপুরে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান শেখ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com