কম্পিউটারের বেসিক কোর্স কারিগরি বোর্ডের অধীনে অব্যাহত রাখার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আসাদুজ্জামান নুর || ২০২২-১০-০৩ ১৪:১৫:২৩

image

কম্পিউটারের ৩/৬ মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অব্যাহত রাখার দাবীতে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মালিকদের সংগঠন ‘শর্ট কোর্স ঐক্য পরিষদ’ এর রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ৩রা অক্টোবর দুপুরে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে এই স্মারকলিপি প্রদানকালে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মালিক শেখ দাউদ হোসেন, নিত্যানন্দ সরকার অমিত, শাহ মানসুর রশীদ আল মারুফ, মিজানুর রশিদ, মামুনুর রশীদ, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে কম্পিউটারের ৩/৬ মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্স ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)’-এর অধীনে না দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অব্যাহত রাখার দাবী জানানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com