শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী

এম এম শাকিলুজ্জামান || ২০২২-১০-০৩ ১৪:২০:১০

image

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরেও রাজবাড়ী জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় দুর্গাপূজা উদযাপতি হচ্ছে।

  সমাজে অন্যায়, অবিচার ও সস্ত্রাসরূপী অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রাণের এ দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে আবহমানকাল ধরে পালিত হয়ে আসছে। কালের পরিক্রমায় এ উৎসব হয়ে উঠেছে আরও বর্ণিল ও সার্বজনীন। দুর্গাপূজার সাথে মিশে আছে বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি।

  মানবতাই সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় থেকে দূরে রাখে এবং শান্তির পথ দেখায়। শারদীয় দুর্গাপূজায় ঐক্য, সৌহার্দ, ন্যায় ও সম্প্রীতির শক্তিকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করব- এ আমাদের দৃঢ় প্রত্যয়। বিজয় দশমীর প্রাক্কালে সকলকে রাজবাড়ী জেলা পুলিশ-এর পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা।

  জয় বাংলা, বাংলাদেশ চিরজীবি হোক।

 

(এম এম শাকিলুজ্জামান)

পুলিশ সুপার

রাজবাড়ী।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com