দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজির বাঘাইড় মাছ

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-১০-০৪ ১৪:২৯:২৫

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। 

গতকাল ৪ঠা অক্টোবর ভোরে ৭নং ফেরি ঘাটের অদূরে চর মহিদাপুর ছাত্তার শেখ হালদারের জালে বিশাল এ বাঘাইড় মাছটি ধরা পড়ে। 

  মাছটি দৌলতদিয়া বাজারে মহন মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে উম্মুক্ত নিলাম ডাকের মাধ্যামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে কিনে নেয়। এ সময় উৎসুক জনতারা মাছটি এক নজর দেখতে ভির জমায়। পরে মাছটি জেলার কালুখালির  এক ব্যবসায়ী নিকট ১২ শত টাকা কেজি দরে মোট  ২৫ হাজার ২০০ শত টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা  শাহারিয়া জামান (সাবু) বলেন, নদীতে মাছ কমে গেছে তবে মাঝে মধ্যে বড় বড় দুই একটি  মাছ ধরা পড়ছে। এ সকল মাছ  কোনা গুটি ও বেড় জালে বেশি ধরা পড়ে থাকে। রড় বাঘাইড়  মাছ খেতে খুবী সুস্বাদু হয়ে থাকে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com