কালুখালীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি

ফজলুল হক || ২০২২-১০-০৫ ১৪:২৬:১৫

image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল ৫ই অক্টোবর শান্তিপূর্ণভাবে বিজয় দশমীর মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার ৫দিন ব্যপী অনুষ্ঠান প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এ বছরে কালুখালীতে উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫টি মন্দিরে সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব পালিত হয়। 

  সুষ্ঠুভাবে এ উৎসব পালনের জন্য প্রশাসন, পুলিশ, আনসার বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। 

  উপজেলার বিভিন্ন স্থানে বিসর্জন পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। 

   বুধবার সন্ধ্যায় সরেজমিনে রতনদিয়া বাজার সার্ব্বজনীন পূজা মন্দিরের প্রতিমা বিসর্জনের সময় মন্দিরের সভাপতি বাবলু সাহা, সাধারণ সম্পাদক সন্তোষ সাহা অন্যান্যের মধ্যে অশীম কুমার নাথ, নিহার চক্রবর্তী, শিবরঞ্জন চক্রবর্তী, দ্বীপ বিশ্বাস ও সমীর কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com