মা ইলিশ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ের সরকারী চাল না পেয়ে দুশ্চিন্তায় জেলেরা

মইনুল হক মৃধা || ২০২২-১০-০৬ ১৪:১৪:০১

image

আজ ৭ই অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে, যা আগামী ২৮শে অক্টোবর সমাপ্ত হবে। 

   নিষেধাজ্ঞাকালীন সময়ে রাজবাড়ীর পদ্মা নদীসহ সারা দেশের সব নদ-নদী থেকে ইলিশ মাছ ধরা, বেচা-কেনা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ করা যাবে না। রাজবাড়ীর পদ্মা নদীর ৮৫ কিলোমিটার অংশে থাকবে প্রশাসনের কড়া নজরদারী। এতে জেলার বিপুল সংখ্যক জেলে বেকার হয়ে পড়বে। এ অবস্থায়  নিষেধাজ্ঞাকালীর এই সময়ের জন্য সরকারী খাদ্য সহায়তার চাল (কার্ডধারী জেলে প্রতি ২০ কেজি করে) না পাওয়ায় জেলেরা দুশ্চিন্তায় পড়েছে। 

   এ ব্যাপারে পদ্মা পাড়ের জেলেদের সাথে আলাপকালে তারা বলেন, গত দেড়-দুই মাস হলো নদীতে তেমন মাছ মিলছে না। ধার-দেনা করে চলতে হচ্ছে। তার উপর আবার এই নিষেধাজ্ঞা। গত বছর তবু ২০ কেজি করে চাল পেয়েছিলাম। কিন্তু এবার এখন পর্যন্ত কিছুই পাইনি।

   জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, নিষেধাজ্ঞাকালীন ইলিশ মাছ ধরা বন্ধে নদীতে সার্বক্ষণিক নজরদারী থাকবে। গত বছর ৪ হাজার ৭০০ জন জেলেকে ৯৪ মেট্রিক টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ বছর তালিকা চূড়ান্ত না হলেও ৬ হাজার জেলের জন্য খাদ্য সহায়তার চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেটা পেয়ে যাব। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com