পাংশায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

মোক্তার হোসেন || ২০২২-১০-০৬ ১৪:১৯:৪২

image

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রাম ও পাট্টা ইউপির নিভা গ্রামের মোট ১৮টি হতদরিদ্র পরিবারের মাঝে গতকাল ৬ই অক্টোবর সকালে ৩৬টি ছাগল বিতরণ করা হয়েছে। 

  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং রাজবাড়ীর ভিপিকেএ ফাউন্ডেশন বাস্তবায়িত এ কর্মসূচি সরিষা ইউপির সরিষা দক্ষিণপাড়া গ্রামে আয়োজন করা হয়। পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  ভিপিকেএ ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী পরিচালক (নিরীক্ষা)  মোঃ ফারুখ শেখ,  সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন, শাখা ব্যবস্থাপক আব্দুর রব, মাওলনা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 

  জানা যায়, নিভা গ্রামে ৯ জন ও সরিষা গ্রামের ৯ জন মোট ১৮ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারের দুটি করে মোট ৩৬ টি ছাগল বিতরণ করা হয়। সংস্থার ছাগল বিতরণ কর্মসূচির আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com