রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক অভিযানে ৭০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মৃত নেকবার শেখের ছেলে রিংকু শেখ(৩৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবাণীপুর গ্রামের হামজা খানের ছেলে রমজান খান(২১)। তাদের মধ্যে রিংকু শেখকে ৬ই অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের উপর থেকে ৭০ পুরিয়া হেরোইনসহ এবং রমজান খানকে একই দিনগত রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রিংকু শেখের বিরুদ্ধে পূর্বের মাদক ও অন্যান্য অপরাধের ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৭ই অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com