রাজবাড়ীর বড়পুল তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বড়পুল ওয়ারিয়র্স এএফসি একাদশ ৩-২ গোলে ধুঞ্চি এনায়েত করিম স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন মন্ডল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে প্রাইজমানির ৮ হাজার টাকা ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রাইজমানির ৫ হাজার টাকা তুলে দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com