আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতির আয়োজনে গতকাল ৮ই অক্টোবর বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পদ্মা কন্যা রাজবাড়ী ও গোয়ালন্দ মহকুমা নামে মেয়েদের ২টি দল এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে পদ্মা কন্যা রাজবাড়ী দল ১-০ গোলে গোয়ালন্দ মহকুমা দলকে হারিয়ে বিজয়ী হয়। এ সময় গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, চাইল্ড ক্লাবের চেয়ারম্যান আলামিন বেপারী, সাবেক চেয়ারম্যান বাদশা বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com