রাজবাড়ী যুব সমাজের উদ্যোগে অনুর্ধ্ব-২২ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই অক্টোবর বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান।
এ সময় তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নাই। ফুটবল বাঙালীর আবেগ। সেই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
উদ্বোধনী ম্যাচে নবারুণ সংঘ দল ২-১ গোলে আমরা একাত্তর দলকে হারিয়ে জয়লাভ করে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে ১৫ হাজার টাকা ও ৮ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com