গোয়ালন্দ মোড়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মই || ২০২২-১০-১০ ১৪:৫৩:৩০

image

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ১৬টি দলের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 

  গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমীর আয়োজনে গত ৯ই অক্টোবর বিকালে শহীদওহাবপুর ছকিরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদওহাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খান মনো। এ সময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমীর আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, স্থানীয় ফুটবলার ইব্রাহিম খান উজ্জ্বল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন, কোচ আলমগীর হোসেন, সহ-সভাপতি ফারুক মোল্লা, সদস্য এরশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  উদ্বোধনী খেলায় বারবাকপুর ফুটবল একাদশ ৩-২ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমী দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাহাত। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com