গোয়ালন্দে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২২-১০-১১ ১৫:১৩:০১

image

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ও গোয়ালন্দ স্কাউটসের ব্যবস্থাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১১ই অক্টোবর বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষকের অংশগ্রহণে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সে বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শামীমুল ইসলাম, সুকুমার বিশ্বাস, মোতালেব হোসেন, জেসমিন সুলতানা, গোয়ালন্দ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আরিফা বেগম ও প্রশিক্ষক জেসমিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টশন কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com