বঙ্গবন্ধুর ভাস্কর্যে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা নিবেদন

দেবাশীষ বিশ্বাস || ২০২২-১০-১১ ১৫:১৩:৩০

image

রাজবাড়ী জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহিন শেখ গত ১০ই অক্টোবর সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, আমাকে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি এবং সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পরামর্শ অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করবো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com