ঢাকা সোমবার, জুলাই ৭, ২০২৫
বালিয়াকান্দিতে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-১৫ ১৪:৩৪:০৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে রেকর্ডিয় জমিতে থাকা ঘর ভাংচুর করে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৫ই অক্টোবর সকালে বালিয়াকান্দি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আকবর আলীর ছেলে আশিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে ভোগ-দখলে থাকা আমাদের নামীয় রেকর্ডিয় সোনাপুর মৌজার ১৯৪০ নং খতিয়ানের ১৪৪৫ নং দাগের ২২ শতাংশ জমি গত ৭ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আমাদের প্রতিপক্ষ সোনাপুর গ্রামের জয়নাল আবেদীন, তোফাজ্জেল হোসেন, জাকির হোসেন, আহম্মদ হোসেন, আবিদ হোসেনসহ অপরিচিত ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জমিতে থাকা টিনশেডের দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটসহ অবৈধভাবে জমি দখল করে দেয়। উক্ত জমিতে ১৪৪ ধারার মামলা চলমান থাকলেও আদালতের আদেশ অমান্য করে ইটের প্রাচীর নির্মাণসহ মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকী প্রদান করে।
  এ ব্যাপারে আদালতে ১০৭ ধারার একটি মামলা দায়ের করা হয়েছে। আমি অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ