ঢাকা সোমবার, জুলাই ৭, ২০২৫
দৌলতদিয়ায় পবিত্র সিরাতুন্নবী(সাঃ) শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-১৫ ১৪:৩৪:৪৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটি ও শিশু বিকাশ কেন্দ্রের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর সকালে স্থানীয় ফুলজান নূরানী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র সিরাতুন্নবী(সাঃ) শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  দৌলতদিয়ার শেখ আনছার আলী ইসলামী একাডেমীর সভাপতি মোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, অন্যান্যের মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা তারিক বিল্লাহ ও সহ-সভাপতি মুফতি আব্দুল হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাকীম এবং কোরআন-হাদিসের আলোকে রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করেন পাংশার সেনগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। 

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ