জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল ১৮ই অক্টোবর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারিক বিশ্বাস।
এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শফিকুর রহমান তুহিন ও শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল বারিক বিশ্বাস বলেন, ভোটারদের সমর্থন ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও দোয়ায় আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। সবাইকে সাথে নিয়ে আমি কাজ করবো এবং আমার দেয়া নির্বাচনী ওয়াদা পূরণ করবো ইনশাআল্লাহ্। এ জন্য আমি বালিয়াকান্দিবাসীর সহযোগিতা কামনা করি।