অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমকে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল ৩রা জুলাই বিকেল ৪টায় কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান, শিক্ষক আব্দুল খালেক, রহমত আলী, কামাল হোসেন, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় কালুখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষক রবিউল আলমের মতো ভালো মানুষ হয় না। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেয়া হয়েছে।
বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষ শিক্ষক রবিউল আলমের বাড়ীর পরিত্যক্ত ঘরে অস্ত্র ও গোলাবারুদ রেখে সাজানো নাটক করে যৌথ বাহিনীকে খবর দিয়ে গ্রেফতার করিয়েছে।
বক্তারা শিক্ষক রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সঠিক তদন্ত করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।
প্রতিবাদ সভা শেষে শিক্ষকবৃন্দ কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শিক্ষক রবিউল আলমের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৮শে জুন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামে নিজ বাড়ী থেকে অস্ত্র ও গোলাবারুদসহ শিক্ষক রবিউল আলম ও তার ভাই রহমান খাঁকে গ্রেফতার করে যৌথ বাহিনী।