রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে সচেষ্ট থাকা, প্রতিটি এলাকায় রাতে পাহারা জোরদার করা, দৌলতদিয়া পোড়াভিটার মাদক কারবার ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন বন্ধ করা, প্রতারক চক্রের ব্যাপারে সচেতন থাকা, ঘাট এলাকার ছিনতাইসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।