ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-২৭ ১৪:৩৭:৪৩

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অন্যান্যের মধ্যে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাকির হোসেন, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বেনজীর আহমেদ, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, নয়া টেস্টের মালিক মোঃ সেলিম উদ্দিন, ব্যবসায়ী হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শুধু আইন করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ব্যবসায়ীদের মানবিক ও নীতি-নৈতিকতা সম্পন্ন হবে। শুধু অতিরিক্ত লাভ করলে হবে না। পণ্যের গুণগত মানও নিশ্চিত করতে হবে। সেই সাথে ক্রেতাদেরও সচেতন হতে হবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ