ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৯-০৯ ১৫:১৮:০০

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
 গতকাল ৯ই সেপ্টেম্বর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
 কমিটির নির্বাচিতরা হলেন- আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আইন উদ্দিন মল্লিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ(অবঃ) নজরুল ইসলাম জাহাঙ্গীর, সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী ও বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মদ।
 রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ(অবঃ) নজরুল ইসলাম জাহাঙ্গীরের উপস্থাপনায় সভায় অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু তালেব, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালি, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য মোঃ শহীদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আলী এমরান বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ(অবঃ) নজরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত সাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
 অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন এবং সংসদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন তারা।
 পাংশার নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা মুক্তিযোদ্ধা সংসদের চেইন অব কমান্ড মেনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা ও রেশন প্রদানের যৌক্তিক দাবী তুলে ধরেন তারা।
 কমিটি গঠন শেষে অতিথিবৃন্দের সাথে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহবায়ক কমিটির সকলে ফটোসেশন করেন। সভায় পাংশা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা ও ১জন ভক্ত নিহতের ঘটনায় মামলা॥গ্রেপ্তার-২
 গোয়ালন্দে অধিকাংশ মসজিদে নেই ইমাম ও মুয়াজ্জিন॥গ্রেফতার আতঙ্ক
শিক্ষক-কর্মচারী সংকটে বালিয়াকান্দি সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ
সর্বশেষ সংবাদ