রাজবাড়ী শহরের ভাজনচালা দারুল উলুম দাওরায়ে হাদিস মাদ্রাসার আশিকুর রহমান আশিক(১৪) নামে এক ছাত্র ১১দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় জিডি করেছে আশিকের পিতা আক্তার খান। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের বাসিন্দা।
আক্তার খান জানান, গত ১৭ই সেপ্টেম্বর তিনি তার ছেলেকে ভাজনচালা মাদ্রাসার হেফজ শাখায় ভর্তি করেন। সামান্য ত্রুটি পেলেই মাদ্রাসার শিক্ষকরা ছেলেকে মারপিট করতো। সে জন্য এর আগেও একবার তার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায়। সর্বশেষ গত ২৪শে অক্টোবর তার ছেলে মাদ্রাসা থেকে আবারও পালিয়ে বাড়ি চলে যায়। পরদিন ২৫শে অক্টোবর দুপুর ২টার দিকে নিজের সম্মতিতেই তার ছেলে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। তার ভাতিজা জামাই লিপন ভ্যান গাড়ীতে করে ছেলেকে ওইদিনই বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার সামনে নামিয়ে দেন। ২৬ তারিখ রাত সোয়া ৯টার দিকে তিনি ছেলের খোঁজখবর নেয়ার জন্য মাদ্রাসার শিক্ষক মানছুর এলাহীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরদিন রাত ৯টার দিকে তিনি ছেলের খোঁজ নেয়ার জন্য অন্য এক শিক্ষককে ফোন করলে সেই শিক্ষক জানান আশিক মাদ্রাসায় নেই। পরে তিনি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা বন্ধ পান। এরপর তিনি সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে গত ১লা নভেম্বর রাজবাড়ী থানায় জিডি করেন। ছেলেকে খুঁজে পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাদ্রাসার শিক্ষক মানছুর এলাহী জানান, আশিক কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ী চলে যায়। সর্বশেষ গত ২৪শে অক্টোবর সে পালিয়ে বাড়ী গিয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। গত ২৬শে অক্টোবর থেকে মাদ্রাসায় ছুটি চলছে।
আশিকের বাবার করা জিডি তদন্ত করছেন রাজবাড়ী থানার এসআই হুমায়ুন রেজা। তিনি জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে খুঁজতে তারা কাজ করছেন।