রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া(অরুণগঞ্জ) বাজার বণিক সমিতির আয়োজনে গতকাল ৬ই নভেম্বর বেলা ১১টায় মতবিনিময় সভা বাজারের চাউল পট্টিতে অনুষ্ঠিত হয়েছে।
বাজার বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, বিশেষ অতিথি হিসেবে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, অন্যান্যর মধ্যে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু, বণিক সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবলু শেখ, কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস ও তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ বাজারের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।